জোড়াফুলে ফের ধাক্কা বাঁকুড়ায় : পদ্ম শিবিরে যোগ দিলেন জেলা যুব তৃণমূলের সম্পাদক

6th June 2020 বাঁকুড়া
জোড়াফুলে ফের ধাক্কা বাঁকুড়ায় : পদ্ম শিবিরে যোগ দিলেন জেলা যুব তৃণমূলের সম্পাদক


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  দুদিন আগেই রাজ‍্য বিজেপির যুব র  দায়িত্ব পেয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ । আর দুদিনের মধ্যে তৃণমূলকে বড়সড় ধাক্কাও দিয়ে দিলেন। বিজেপির রাজ্য অফিসে দলের বর্তমান যুব মোর্চার প্রেসিডেন্ট সৌমিত্র খাঁ এবং প্রাক্তন যুব মোর্চার প্রেসিডেন্ট দেবজিত সরকারের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের যুব নেতা। বাঁকুড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও পঞ্চায়েত সমিতির মেম্বার স্বরূপ ঘোষ  তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নেন। বিজেপির রাজ্য সদর দফতরে বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপির যুব মোর্চার প্রেসিডেন্ট সৌমিত্র খাঁ এর হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি। 

বাঁকুড়ায় দাপুটে নেতা বলে পরিচিত স্বরুপ ঘোষের দলত্যাগের ফলে কার্যত ব্যাকফুটে তৃণমূল। লোকসভা ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে বিজেপির হাত ধরেছিলেন সৌমিত্র খাঁ। এরপর লোকসভা ভোটে বিষ্ণুপুর থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে সংসদে যান সৌমিত্র খাঁ। স্বরুপ ঘোষ দলে আসার ফলে বাঁকুড়ায় আরো শক্তিশালী হল পদ্ম শিবির । যদিও এ বিষয়ে গুরুত্ব দিতে নারাজ জোড়াফুল । 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।